অপরাজিতা সম্মাননা পেয়েছেন ৮ জন নারী

অপরাজিতা সম্মাননা পেয়েছেন ৮ জন নারী

প্রধান খবর

অপরাজিতা সম্মাননা পেয়েছেন ৮ জন নারী, বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে বাংলাদেশের সার্বিক উন্নয়নে

অবদানের জন্য ‘এমজিআই বাগবাংলা অপরাজিতা সম্মাননা’ পেয়েছেন আটজন নারী। আন্তর্জাতিক

নারী দিবস উপলক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাগবাংলা এন্টারটেইনমেন্ট যৌথভাবে এ পুরস্কার প্রদান করে।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে বর্ণিল স্মারক তুলে দেওয়া হয়।

অতিথিরা পুরস্কার বিজয়ী নারীদের পোশাক পরেন। এ সময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার

চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয়

স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ।বিচারকরা আটটি মামলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা আটজন

বিশিষ্ট নারীকে মনোনীত করেন।

আরও নতুন নিউস পেতে আমাদের সাইট:newstipo.com

অপরাজিতা সম্মাননা পেয়েছেন ৮ জন নারী

এর মধ্যে রোকেয়া কবির, ভাষা ও সাহিত্যে নাসরীন জাহান, শিল্প ও সংস্কৃতিতে কনকচাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে রুবানা হক, বিনোদনে অপি করিম, তথ্যপ্রযুক্তিতে তানজিবা রহমান, ক্রীড়ায় সালমা খাতুন এবং তৃণমূল আলোকিত নারী বিভাগে মিলন চিসিম। জুরির সদস্য ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন।এসময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মঈনুল কবির, বাগবাংলা এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাকিল ইবনে সুলতান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, অনেক সংকটের মধ্যেও দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছেন। আজ প্রত্যন্ত অঞ্চলেও নারীরা স্নাতক হয়ে অবদান রাখছেন।

সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্র

তৈরি করছে বলেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, কর্মক্ষেত্রে এবং চলাফেরায় নারীদের নিরাপত্তার জন্য আমাদের কাজ করতে হবে। এছাড়াও, আরও কিছু ক্ষেত্র রয়েছে যেখানে নারীর সংকট মোকাবেলা করা প্রয়োজন। ‘প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, নারীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সাহসী হয়েছে। তারা সমাজের সব ক্ষেত্রে স্থান করে নিয়েছে। আজ এই স্বীকৃতির মাধ্যমে নারীরা ভালো কাজে আরও উৎসাহ পাবে।রোকেয়া কবির বলেন, স্বাধীনতার পর দেশে নারীর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে অনেক কিছু করা হয়েছে। আজকের এই পুরস্কার সেই কাজে আরও গতি দেবে।দেশের উন্নয়নে নারীদের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। নারীদের উৎসাহিত করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তারা।দেশে প্রথমবারের মতো ই-সিম (এমবেডেড সিম) চালু করেছে গ্রামীণফোন। 8 মার্চ থেকে দেশে ই-সিম পাওয়া যাবে।

গ্রামীণফোন গ্রাহকরা ই সিম সমর্থন করে

এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই সংযোগ উপভোগ করতে পারবেন। একটি ই-সিমে অনেক নেটওয়ার্ক এবং নম্বর সংযুক্ত করা যেতে পারে। তবে তা নির্ভর করবে মোবাইল ফোনের ওপর।মঙ্গলবার এক বিবৃতিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে। গ্রামীণফোনের মতে, একটি নতুন ই-সিম সংযোগ পেতে গ্রাহকদের ই-সিম সমর্থন করে এমন একটি ডিভাইস থাকতে হবে। আপনাকে ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার এবং নির্ধারিত গ্রামীণফোন কেন্দ্রে যেতে হবে এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে ই-সিমের জন্য আবেদন করতে হবে। এছাড়া গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ই-সিম পাওয়া যাবে।বিবৃতিতে বলা হয়েছে, “ই-সিম বিশ্বজুড়ে ডিজিটাল রূপান্তর সহ পরিবেশগত সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” ২০২৫ সালের মধ্যে ই-সিম ব্যবহার ৩.৪ বিলিয়ন বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। ‘ফোর-জি ই-সিম: এখনই সময় পরিবেশ বান্ধব ডিজিটাল সিমের’ স্লোগানের অধীনে এই প্রোগ্রামটি চালু করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *